দেবীগঞ্জে সুপারি বাগান থেকে গলাকাটা লাশ উদ্ধার, চাঞ্চল্য পুরো এলাকায়

- আপডেট সময় : ০৬:২০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ২০১ বার পড়া হয়েছে

আতাউর রহমান দেবীগঞ্জ প্রতিনিধি :
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের ধনমন্ডল গ্রামে একটি সুপারি বাগান থেকে সাহাবদ্দিনের ছেলে মোখলেছার রহমান (৩৫) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মোখলেছার রহমান পেশায় একজন কসমেটিকস দোকানদার। তিনি প্রতিদিনের মতো ১১ জুন সন্ধ্যায় পার্শ্ববর্তী বাজারে নিজের দোকানে যান। তবে রাত ৯টা থেকে ১০টার মধ্যে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এতে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা।
মোকলেছারের স্ত্রী জানান, ঘটনার রাতে তাদের নিকটাত্মীয়র বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। তিনি ভেবেছিলেন তার স্বামী সেখানে আছেন, তাই বেশি খোঁজাখুঁজি করেননি।
১২ জুন সকালে পাশের বাড়ির এক নারী গরুর জন্য ঘাস কাটতে গিয়ে সুপারি বাগানে মোখলেছারের গলাকাটা মরদেহ দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন এবং দেবীগঞ্জ থানায় খবর দেন।
খবর পেয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়।
ওসি সোহেল রানা জানান, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।”
নিহতের স্ত্রী অভিযোগ করেন, মোখলেছারের সঙ্গে তার চাচাতো বোন মোরশেদার সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এ ঘটনায় ওই চাচাতো বোন ও তার স্বামীকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।
এছাড়া স্থানীয় একজন ড্রাইভার ইলিয়াসকেও সন্দেহ করা হচ্ছে। প্রতিবেশীরা জানিয়েছেন, ঘটনার রাতে তাকে মোখলেছারের সঙ্গে বাড়ির পাশের একটি ব্রিজের উপর বসে গল্প করতে দেখা গেছে। ওই তথ্যের ভিত্তিতেও পুলিশ তাকে আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।
স্থানীয়রা জানান, মোখলেছার একজন ভদ্র, সজ্জন ও পরিশ্রমী ব্যক্তি ছিলেন। তিনি নিয়মিত কসমেটিকসের দোকানে কাজ করতেন এবং মাঝে মাঝে ঢাকায় তার আত্মীয়ের বাসায় যেতেন।
দেবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি)সোয়েল রানা বলেন নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাত আসামী করে মামলা দিয়েছেন ।তদন্ত চলছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।