সাংগঠনিক সভায় ফরহাদ হোসেন আজাদ: “দলের শৃঙ্খলা ভঙ্গকারীদের দলে রাখা হবে না”

- আপডেট সময় : ০৪:২৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক জিন্দাবাদ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২২ জুন ২০২৫, রবিবার বিকাল ৪টায় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মহিলা কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেবীগঞ্জ পৌর শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘সাংগঠনিক সভা ২০২৫’।
সভায় সভাপতিত্ব করেন দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম।প্রধান অতিথি ছিলেন বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব মোঃ ফরহাদ হোসেন আজাদ।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ ফরহাদ হোসেন আজাদ বলেন, “দলের অনেক নেতাকর্মী রাগ করে, গোস्सा করে দূরে সরে আছেন। আজকের এই সাংগঠনিক সভার মাধ্যমে তাদেরকে সংশোধিত হয়ে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করে, অপকর্মে লিপ্ত হয় কিংবা দলের নাম ভাঙিয়ে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করে—তাদের দলে রাখা হবে না।”
তিনি আরও বলেন, “রাজনীতি হলো মানুষের সেবা করার জন্য, নিজের সুবিধা আদায়ের জন্য নয়। যারা রাজনীতি করে কেবল নেওয়ার জন্য, তারা যত বড় পদেই থাকুন, সসম্মানে অনুরোধ করছি—এই পথ ছেড়ে দিন।”
সভায় তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেওয়া বার্তার আলোকে দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষা করতে কঠোর অবস্থান নেওয়া হবে।
সভা শেষে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন এবং আসন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণের ঘোষণা দেন।