পীরগঞ্জে মাদক বিক্রেতা দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে গন আবেদ

- আপডেট সময় : ০১:৩৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে

পীরগঞ্জ প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে যুব সমাজকে মাদকের কড়াল গ্রাস থেকে রক্ষা করতে মাদক বিক্রেতা দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিভিন্ন দপ্তরে গন আবেদন করেছেন এলাকাবাসি।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার, পীরগঞ্জ প্রেসক্লাব ও হাজীপুর ইউপি চেয়ারম্যান কাছে এ গণআবেদন করা হয়। এলাকাবাসীর পক্ষে আব্বাস আলীসহ ৬৩৮ জনের স্বাক্ষরিত গন আবেদনে উল্লেখ করা হয়, পীরগঞ্জ উপজেলা হাজীপুর ইউনিয়নের ভেবরা গ্রামের দরিমান আলীর ছেলে ইসাহাক আলী ও তার স্ত্রী নুরেফা দীর্ঘদিন ধরে ভেবড়া বোর্ডের হাট বাজার সহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছে।
তারা আইনশৃংখলা বাহিনী হাতে ইতির্পার্বে গ্রেপ্তারও হয়। পরে আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে এলাকায় প্রকাশে মাদক দ্রব্য বিক্রি করছে। বিষয়টি এলাকার সচেতন মহলের দৃষ্টিগোচর হলে তারা মাদক বিক্রি করতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী দম্পতিদ্বয় এলাকার মানুষকে মাদক দিয়ে ফাসিয়ে দেওয়া হুমকি দিচ্ছে। তাদের বেপরোয়া মাদক ব্যবসায় এলাকার যুব সমাজ বিপথগামী হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, হাজীপুর ইউনিয়নে জয়নাল চেয়ারম্যান, উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আবেদন বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান বলেন, আদেবন পাওয়া গেছে। ব্যবস্থা নেওয়া হচ্ছে।