পঞ্চগড়ে মিশ্র বাগান যেন চাষিদের স্বপ্ন,

- আপডেট সময় : ০২:৩২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ১৮ বার পড়া হয়েছে

মোছাঃ আছমা আক্তার আখি পঞ্চগড় জেলা প্রতিনিধি,
পঞ্চগড় বোদা উপজেলার বোয়াল মারি বারনী ঘাট করতোয়া নদীর পার ঘেঁষে প্রায় ৬০ একর জমির উপর এই মিশ্র বাগানটি অবস্থিত।
এই বাগানে রয়েছে আম,জাম, কাঁঠাল,কমলা,মাল্টা,ডালিম, লেবু, কালোজাম, বারো মাশি শজনে।
সরেজমিন ঘুরে দেখা গেছে বর্তমান গ্ৰীষ্মের এই মধু মাসে আমের বাম্পার ফলন হয়েছে যেদিকে তাকাই সেদিকেই শুধু আম আর আম, সেই সাথে আমের মৌ মৌ মিষ্টি ঘ্রাণ।
জানা’যায় এই বাগানে এবার যেসব আম ফলেছে তাহলো
আমরোপালি,হাড়িভাঙ্গা,শুর্যপুরি,নেংড়া,গোপালভোগ,খিরসাসহ বিভিন্ন জাতের আম এই বাগান ঘুরে দেখা গেছে।
পঞ্চগড়ের করতোয়া নদীর পার ঘেষে সুন্দর মনোরম পরিবেশে সবুজ শ্যামল শিতল জায়গায় অবস্থিত বাগানটি যা দেখলে যে কসরোই মন জুড়িয়ে যাবে।
এছাড়া এই বাগান পরিচর্যা করার জন্য রয়েছে প্রায় ১৫ থেকে ২০ জন শ্রমিক। বাগানের ভেতরে রয়েছে ফুলের বাগান রয়েছে খড়ের কুঠুরি। আপনি চাইলে আপনার ছোট্ট সোনা মনি ও পরিবার নিয়ে বেড়াতেও যেতে পারেন। সুন্দর শ্যামল মিশ্রিত বাগানের প্রকৃতির আশ পাশের গাছের ডালে নানান রকমারী পাখির কলরবে মুখরিত এলাকাটি।
করতোয়া নদীর পাশে খরের কুঠুরিতে বসে নদীর হীমেল হাওয়া আপনার শরীর ছুঁয়ে দিবে এক অদ্ভুত অনুভূতি।
দেখে গেছে এই মিশ্র বাগানে আম কিনতে আসছে পঞ্চগড় জেলা সহ অন্যান্য জেলার আম ব্যবসায়ীরা।
বিষয়ে এভারেস্ট এগ্রি এন্ড ফ্রুটিকালচার এর প্রজেক্ট ম্যানেজার মোঃ কবির আহমেদ আকন্দ বলেন এখন মধুমাস আমাদের সর্ব বৃহত্তর আম ও মিশ্র বাগান রয়েছে। আমরা আশাবাদী এই বাগানের আম বিদেশে এক্সপোর্ট করা যাবে। এতে আমাদের দেশপরও অর্থনৈতিক অবস্থা উন্নতি ঘটবে।