পীরগঞ্জে সাংবাদিকদের সাথে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মতবিনিময়

- আপডেট সময় : ০৪:৩৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে

পীরগঞ্জ প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও পাশ্ববর্তী রানীশংকৈল ইপজেলা বাসিন্দা মামুনুর রশিদ মামুন।
রবিবার বিকালে পীরগঞ্জ প্রেসক্লাবে ঠাকুরগাঁও-৩ আসনের ছাত্র, যুব ও গন অধিকার পরিষদের আয়োজনে এ মতবিনিময় সভা করেন তিনি।
গন অধিকার পরিষদ পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর কবিরের সভাপতিত্বে উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মশারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, ছন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মামুনুর রশিদ মামুন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, জেলা গন অধিকার পরিষদের যুগ্ন সম্পাদক সাদ্দাম হোসেন, পীরগঞ্জ উপজেলা সহ সভাপতি আবুল বাশার বাবুল, সহ সভাপতি আসাদুল্লাহ আসাদ, রানীশংকৈল উপজেলা সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক আবু জাফর, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ প্রমূখ। এ সময় ছাত্র, যুব ও গন অধিকার পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ছাত্র অধিকার পরিষদের নেতা মামুনুর রশীদ মামুন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাও-৩ আসনে গন অধিকার পরিষদের হয়ে নির্বাচন করতে চান এবং মতবিনিময় শেষে শহরের বিভিন্ন এলাকায় নেতা-কর্মীদের নিয়ে গনসংযোগ করেন।