পঞ্চগড়ে লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ

- আপডেট সময় : ০৩:৪৫:৪২ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে

মোছাঃ আছমা আক্তার আখি ,পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ে লটারির মাধ্যমে খোলাবাজারে খাদ্য শষ্য বিক্রীর (ওএমএস) ডিলার নিয়োগ করা হয়েছে। সোমবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পঞ্চগড় পৌরসভার নয়টি ওয়ার্ডে ডিলার নিয়োগের জন্য এই উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়। এসময় আবেদনকারীরা উপস্থিত ছিলেন। জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায় এবছর পৌরসভায় ৯ টি ওয়ার্ডের খোলা বাজারে খাদ্যশষ্য বিক্রীর জন্য ১২৯ জন আবেদন করেন। যাচাই বাছাই করে ১০৯ জনকে নির্ধারন করা হয়। পরে লটারির মাধ্যমে ১শ’ ২৯ জনের মধ্যে নয়জন ডিলারকে নিয়োগ করা হয়। নিয়োগকৃত ডিলাররা হলেন ১ নং ওয়ার্ডে গোলাম মোস্তফা, ২নং ওয়ার্ডে মো. সোলায়মান, ৩ নং ওয়ার্ডে মো. মখলেছুর রহমান, ৪ নং ওয়ার্ডে আব্দুল খালেক,৫ নংওয়ার্ডে আব্দুল হালিম, ৬নং ওয়ার্ডে আতিকুজ্জামান, ৭ নংওয়ার্ডে এমদাদুল হক,৮ নংওয়ার্ডে একরামুল হক, ৯ নংওয়ার্ডে মাজাহারুল ইসলাম।
পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলীর সভপতিত্বে এই লটারি অনুষ্ঠিত হয়। পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগেরর উপ পরিচালক সীমা শারমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন দাস, জেলা খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিক, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল মতিন সহ খাদ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। জেলা খাদ্য কর্মকর্তা অন্তরা মল্লিক বলেন, লটারির মাধ্যমে খাদ্য বিভাগের নিয়ম মেনে ডিলার নিয়োগ করা হয়েছে। কোন শর্ত ভঙ্গ করে ডিলারদের ডিলারশিপ বাতিল করা হবে।