এইমাত্র প্রকাশিত
জয়পুরহাটে সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার গণসংযোগ

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৫৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে

সেলিম হোসেন রুবেল, জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ধনতলা চৌমুহনী বাজারে গণসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।
বুধবার (২ জুলাই) বিকেল ৪টায় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের আহ্বান জানান।
গোলাম মোস্তফা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোনয়নে আমি এমপি হয়েছিলাম। আগামীতে যদি তিনি আবার মনোনয়ন দেন, আপনাদের সমর্থন কামনা করি।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। এখন সময় এসেছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনার।”
গণসংযোগে বিএনপির উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।