নানা কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে এনটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন,

- আপডেট সময় : ০৩:১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে

মোছাঃ আছমা আক্তার আখি পঞ্চগড় জেলা প্রতিনিধি,
নানা কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি’র ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, বর্ষপূর্তির কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়।
বুধবার দুপুরে পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি, পঞ্চগড়-১ সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ ও বিএনপি’র নির্বাহি কমিটির সদস্য অ্যাডভোকেট রীনা পারভীন, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) পঞ্চগড় কমিটির সভাপতি অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম খায়ের, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, পঞ্চগড় প্রেস ক্লাবের আহ্বায়ক সরকার হায়দার, পঞ্চগড় স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক অ্যাডভোকেট আহসান হাবীব,
অনুষ্ঠানেএনটিভির স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান সাজ্জাদ, এম আর সরকারি কলেজের শিক্ষক পশিরুল ইসলাম, ড. আবেদা হাফিজ স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. শাহজাহান, এছাড়াও বিভিন্ন ইলেকট্রিক ওপেন মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠান নিতে অংশ নেন।
অনুষ্ঠানে পরিবেশ সচেতনতামূলক উদ্যোগ হিসেবে বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে ফলঝ, বনজ ও ওষধি গাছের চারা বিতরণ করা হয়।
বক্তারা এনটিভি গত ২২ বছরে দেশ ও জনগণের হয়ে নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশনের মাধ্যমে দায়িত্ব পালন করে আসছে। আগামীতেও এনটিভি যেন আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তারা।