দেশে নতুন করে কোন সৈরাচার হতে দেব না এনসিপির আহ্বায়ক নাহিদ

- আপডেট সময় : ০৫:৪০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ২১২ বার পড়া হয়েছে

পীরগঞ্জ প্রতিনিধি : ”
দেশে নতুন করে কোন সৈরাচার হতে দেব না” দেশ গড়তে জুলাই পদযাত্রায় ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে পথসভায়এইসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির আহবায় নাহিদ ইসলাম। শুক্রবার দুপুরে পীরগঞ্জ পূর্ব চৌরাস্তায় এনসিপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই পথসভা হয়। এসময় নাহিদ ইসলাম বলেন, আমরা এখন দেশ গঠনেলড়াই করছি। “নতুন বাংলাদেশ” যেখানে আর বৈষম্য থাকবে না, ফ্যাসিবাদ থাকবে না, অন্যায় কারী চাঁদাবাজ থাকবে না। এজন্য যুবকদের এগিয়ে আসতে হবে। দেশের ছাত্র যুবকরা যতবার এই দেশে যতবার যুবকরা এগিয়ে এসেছে ততবার বাংলাদেশ বেঁচে গিয়েছে, এই ছাত্র যুবকরা দেশকে রক্ষা করেছে দেশকে স্বাধীন করেছে। স্বাধীনতার অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাই কারাই কঠিন, আমাদের এই স্বাধীনতা যাতে বেহাত না হয়, আমাদের সচেতন থাকতে হবে।
আর এইজন্যই জাতীয় নাগরিক কমিটি এনসিপি গঠন হয়েছে। আমরা রংপুরের বিভাগ দেখেছি, উত্তরবঙ্গ অবহেলিত ৫৪ বছরে উত্তরবঙ্গ বৈষম্য শিকার হয়েছে। আমাদের দাবি খুবই কম খুবই স্পষ্ট আমরা ভাতের অধিকার চাই, আমরা কাজের অধিকার চাই ,আমরা চিকিৎসা চাই, আমরা শিক্ষা চাই। আমরা অন্য কোন দেশের দালালি করব না আজকে আমরা আপনাদের কাছে এসেছি ও ওয়াদা নিয়ে যাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকবেন। তিনি আরো বলেন,যে উদ্দেশ্যে শহীদেরে আহতরা লড়াই করেছির সে সত্য পূরণে জাতীয় নাগরিক পার্টি আপনাদের পাশে থাকবে- মাঠে থাকবে।
আপনারা আমাদের প্রতি আস্থা রাখুন ৫৪ বছরে বহু রাজনৈতিক দল দেখেছেন, গত ১৬ বছরে অনেক রাজনীতি দেখেছেন কারা আপনাদের মুক্তি দিয়েছে ছাত্র-জনতায় মুক্তি দিয়েছে।
ছাত্র তরুণরা যদি ভুল করে আমাদের বিরুদ্ধে সমালোচনা করবেন। আমরা আর দেশে নতুন করে কোন সৈরাচার হতে দেব না, আমরা এই দেশকে নতুন করে গঠন করব।
আমাদের দেশটা হবে নতুন বাংলাদেশ। উত্তরের ঠাকুরগাঁয়ের যে সমস্যা আমরা সেটা দেখেছি, আমাদের বেশিরভাগ লোকই কৃষক, আমরা এই কৃষকদের সন্তান, বিশ্ববিদ্যালয়ে আমরা পরতে চাই বিশ্ববিদ্যালয় পড়তে গিয়ে আমরা চাকরি পাই না, আর এই জন্য আমাদের আন্দোলন করতে হয়েছে, নতুন দল গঠন করতে হয়েছে। নতুন করে দেশ গঠন করা আমাদের অঙ্গীকার। পথসভায় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সারিস আলম, মুখ্য সমন্বয় সামান্তা শারমিন, দক্ষিণবঙ্গের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ স্থানীয় এনসিপ নেতৃবৃন্দ। সকাল থেকেই এনসিপি নেতাকর্মীরা বিভিন্ন উপজেলা থেকে ফেষ্টুন ব্যানার সম্মিলিত রেলে নিয়ে পথসভায় যোগদান করেন।