ঘোড়াঘাটে বিএনপির বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ।

- আপডেট সময় : ১০:০৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ১৭৩ বার পড়া হয়েছে

আনভিল বাপ্পি ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা ও পৌর বিএনপির ৪৫টি ওয়ার্ডের নেতাকর্মীদের মাঝে ১১টি প্রজাতির প্রায় ১৪ হাজার গাছের চারা বিতরণ ও রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজলা ও পৌর বিএনপির আয়োজনে এবং এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ-এ্যাবের সহযোগীতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাতি শাহ মোঃ শামিম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, শেরে বাংলা কৃষি বিশ্ব বিদ্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. শফিকুল ইসলাম শফিক, বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক কৃষিবিদ রেজাউল আমিন রাজু, এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ-এ্যাব এর সাবেক সদস্য কৃষিবিদ মোনোয়ারুল ইসলাম বাবু দিনাজপুর জেলা শাখার সভাপতি কৃষিবিদ সাইফুল হুদা ও সাধারণ সম্পাদক আরিফ সিদ্দিকী, বাংলাদেশ ফিশিং ইনস্টিটিউট এর সাবেক পরিচালক কৃষিবিদ আব্দুর রাজ্জাক প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি একটি গাছের চারা রোপন করেন, ঘোড়াঘাট উপজেলা ও পৌরসভার ৪৫ টি ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন।
এসময় উপজেলা ও পৌর বিএনপিসহ তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।