এইমাত্র প্রকাশিত
বরগুনায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি গ্রেফতার

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:২২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ ১২৭ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি:
বরগুনায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী নজরুল ইসলামকে গ্রেফতার করেছে বরগুনা সদর থানা পুলিশ।
সোমবার (১৮ নভেম্বর ২৪ ইং) দুপুর সাড়ে বারোটায় গোপন সংবাদের ভিত্তিতে বরগুনার সদর থানার এস আই মোঃ শাহাবুদ্দিন বরগুনা জজ কোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি বরগুনা সদর উপজেলার , লাঙ্গল কাটা গ্রামের এছাহাক মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন, তার বিরুদ্ধে বরগুনা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সি আর ৯৭২/২৪ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। উক্ত মামলায় তিনি দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন। এ বিষয়ে সদর থানার এস আই শাহাবুদ্দিন বলেন আটককৃত ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল ,আজ তাকে গ্রেফতার করতে সক্ষম হই। আটককৃত নজরুল ইসলামকে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।