এইমাত্র প্রকাশিত
ঘোড়াঘাটে অবৈধ করাত কলে ৪ হাজার টাকা জরিমানা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৫৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে
আনভিল বাপ্পি ঘোড়াঘাট( দিনাজপুর) প্রতিনিধি.
দিনাজপুরের ঘোড়াঘাটে লাইসেন্স না থাকায় ২ টি অবৈধ করাত কল মালিকের কাছ থেকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।আজ রোববার বিকাল ৫ টার দিকে উপজেলার রানিগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালতে কাগজপত্র দেখাতে না পারায় রানীগঞ্জ বাজারের মো. আজিজার রহমান ও মোরছালিনের করাত কল (লাইসেন্স)বিধিমালা ২০১২ অনুযায়ী ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা মালিকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম দৈনিক যায়যায়দিনকে জানান, অবৈধ করাত কলের বিরুদ্ধে অভিযান চলবে। ভ্রাম্যমাণ আদালত চলাকালে উপজেলা বন কর্মকর্তা মো. ফসিউর রহমানসহ পুলিশ একটি চৌকস দল উপস্থিত ছিলেন।