পঞ্চগড়ে শিক্ষার্থীদের নিয়ে মাদক বিরোধী আলোচনা সভামাদক ও বাল্য বিবাহ থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের প্রতি জেলা প্রশাসকের আহ্বান
- আপডেট সময় : ০৬:১৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ ৭২ বার পড়া হয়েছে
পঞ্চগড় প্রতিনিধি
মাদকের ভয়াল থাবা থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে পঞ্চগড়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর ) বিকেলে সদর উপজেলার কামাতকাজল দিঘী ইউনিয়নের তালমা রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের মাঠে শহীদ সাগর যুব কল্যাণ সংঘ এই আলোচনা সভার আয়োজন করে।কামাত কাজলদিঘী ইউপি চেয়ারম্যান তোফায়েল প্রধানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগেড়ের জেলা প্রশাসক সাবেত আলী।
এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সীমা শারমিন, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বক্তব্য রাখেন। এসময় শিক্ষার্থীদের উদ্যেশে জেলা প্রশাসক সাবেত আলী বলেন, মাদকের কোন উপকারী দিক নেই। শুধুই ক্ষতি আর ক্ষতি। মাদক একটি সমাজ, জাতিকে ধ্বংস করে দিতে পারে। মাদকের ভয়াল থাবায় নিঃস্ব হতে পারে একটি পরিবার। এই এলাকায় যদি কোন মাদক সেবী ও ব্যবসায়ী থেকে থাকে তাহলে তাদের তালিকা প্রশাসনের হাতে তুলে দিবা তোমরা। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করছি।
শিক্ষার্থীদের উদ্যেশে তিনি বলেন, তোমাদের মধ্যে এখানে অনেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন চাকুরী করতে চাও। তবে বিশেষ করে গ্রামে মেয়েদের অল্প বয়সে ক্লাস এইট নাইনে উঠলে বিয়ে দেয়ার একটা প্রবণতা থাকে অভিভাবকদের মধ্যে। তোমাদের কারো যদি বাল্য বিয়ে হয় তাহলে তোমরা জেলা প্রশাসনের সহযোগিতায় রুখে দিতে পারবে। ছেলে শিক্ষার্থীদের উদ্যেশে জেলা প্রশাসক বলেন, যৌতুক কেউ নিবা না তোমরা। এটি একটি মারাত্মক সামাজিক ব্যাধি। সেই সাথে আইনত অপরাধ।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা মাদক থেকে নিজেদের দূরে থাকতে অঙ্গীকার করেন ।আলোচনা সভায় শহীদ সাগর যুব কল্যাণ সংঘের সভাপতি আবির হোসেন, সংগঠনটির সদস্যরা সহ কামাত কাজলদিঘী ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।