পঞ্চগড়ে জমি দখল, ভাংচুর, লুটপাটের অভিযোগে মিথ্যা মামলা, সংবাদ সম্মেলন করে হয়রানি এবং দোষীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ১২:৩৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের সদর উপজেলায় জমি দখল, হামলা, ভাংচুর, লুটপাটের অভিযোগে মিথ্যা মামলা করে হয়রানি এবং দোষীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী পরিবারের আয়োজনে উপজেলার মিঠাপুকুর এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন ভূক্তভোগী পরিবারের সদস্য রহিমা বেগম।
সংবাদ সম্মেলন তিনি আরো জানান, গত ১৬ নভেম্বর (শনিবার) দুপুরেজমি নিয়ে বিরোধে প্রতিবেশি শাহজাহান আলীর পরিবার ষড়যন্ত্র মুলকভাবে জমি দখল হামলা ভাঙচুর লুটপাটের অভিযোগ এনে একটি মিথ্যা মামলা দায়ের করেন। এঘটনায় জমি নিজেদের দাবী করে সংবাদ সম্মেলনও করেছে তারা। শাহজাহানের পরিবারের এমন কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে ও শাস্তির দাবি করেছেন তারা।সংবাদ সম্মেলন ভূক্তভোগী পরিবারের সদস্যরা সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। তবে সব অভিযোগ অস্বীকার করে শাহজাহান আলী বলেন, জমির মালিক আর শ্বাশুড়ি। তারা আমাদের বাড়িতে হামলা করে ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট করে জমির ধান কেটে নিয়ে গেছে। এ কারণে আমরা মামলা করেছি। তাদের অভিযোগ। মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।