পীরগঞ্জ প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে বে-সরকারী উন্নয়ন সংস্থা গুডনেইবারস বাংলাদেশ পীরগঞ্জ সিডিপি আয়োজনে অফিস হলরুমে এই দিবস হয়।গুডনেইবারস পীরগঞ্জ সিডিপি ম্যানেজার বিধান মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াছমিন, বসন্তপুর উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক ধর্ম নারায়ণ রায়, ইনুয়া প্রামিক বিদ্যালয়ের শিক্ষক মফিজুল ইসলাম, গ্রাম্য আদালতের অগ্নিশিখা, সংস্থার প্রোগ্রাম ম্যানেজার রুবিনা আক্তার ,শিক্ষার্থী অনন্যা রানী রায় সহ অরো অনেকে।আলোচনা শেষে চিত্রাঙ্গন প্রতিযোগি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
<p>সম্পাদক ও প্রকাশক</p><p>আতাউর রহমান</p><p><br></p>
Copyright © 2025 আজকের কন্ঠ. All rights reserved.