দেবীগঞ্জে এইচপিভি টিকা দেয়ার ক্যাম্পেইন অনুষ্ঠিত।
- আপডেট সময় : ০২:০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১২০ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এইচপিভি টিকা প্রদান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৪ নভেম্বর) সকালে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের হলরুমে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) ডাঃ লুৎফুল কবিরের সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সভায় তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেন।এসময় দেবীগঞ্জ উপজেলা পরিকল্পনা কর্মকর্তা আবু বক্কর, দেবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আজমল হোসেন, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর নজরুল ইসলাম, দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির রাজু, ছাত্র প্রতিনিধি খালিদ মাহমুদ সৈকত, ওয়াসিস আলম উপস্থিত ছিলেন।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) ডাঃ লুৎফুল কবির বলেন, ৫ম শ্রেনী থেকে ৯ম শ্রেনীতে অধ্যায়নরত ছাত্রী ও ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহিভূর্ত কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করা হবে। এ টিকার কার্যক্রম চলবে চলতি মাসের ২৮ তারিখ পর্যন্ত।জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত। এটি নিরাপদ ও কার্যকর।তিনি আরও বলেন, কিশোরী মৃত্যু ঝুকি এড়ানোর জন্য এইচপিভি টিকা নেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটিকা কিশোরী মৃত্যু ঝুকি কমায়। বাংলাদেশে যে সকল নারী মৃত্যু বরন করে তার ৭৫ ভাগ নারী জরায়ু ক্যান্সার মৃত্যু ঘটায়। এ কারনে সরকার এ টিকা সকল কিশোরীদের বিনা মূল্যে দেয়ার ব্যবস্থা করেছে।