তেঁতুলিয়ায় পাথর উত্তোলন এখন সময়ের দাবি
- আপডেট সময় : ০২:৩১:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
মোঃ রাশেদুল ইসলাম, পঞ্চগড়।।
পঞ্চগড়ে’র তেঁতুলিয়া উপজেলার মাটির নিচে থাকা পাথর পুনরায় সনাতন পদ্ধতিতে উত্তোলন করার অনুমতি চায় স্থানীয় সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে এই এলাকায় পাথর উত্তোলনের ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় হাজার হাজার মানুষের।
কিন্তু সময়ের ব্যবধানে হটাৎ করে আবির্ভাব হয় অবৈধ ড্রেজার মেশিনের। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয় সাধারণ মানুষের মনে। কেননা এই ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলনের ফলে অনেক শ্রমিক বেকার হতে শুরু করে। পরবর্তীতে হটাৎ করে পাথর উত্তোলন বন্ধ করে তৎকালিন সরকার। এবং বেড়ে যায় ভারত ভুটান থেকে পাথর আমদানি ও এর দাম। প্রতি মাসে কোটি কোটি টাকার পাথর আমদানি করা হচ্ছে তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থল বন্দর দিয়ে। এতে একদিকে কর্মহীন হয়েছে হাজার হাজার শ্রমিক, অপরদিকে ঘাটতি সৃষ্টি হচ্ছে দেশের অর্থনীতিতে। স্থানীয়রা জানান, হটাৎ করে পাথর উত্তোলন বন্ধ হওয়ায় আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয় অনেক মানুষ। সীমান্তে চোরাচালান সহ এলাকায় অপরাধ মুলক কর্মকান্ড কয়েক গুণ বৃদ্ধি পায়েছে। সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করলে সামান্য জমি নষ্ট হলেও পাথর উত্তোলনের পর সেগুলো পুনরায় চাষাবাদ করা যায়। আর এই পাথর আমাদের দেশের সম্পদ। পূর্বের ন্যায় সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করলে এখন আর হাজার নয় বরং লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। স্থানীয়রা আরো জানান, ভারতকে আর্থিক ভাবে সুবিধা দিতে কৌশলে এই পাথর উত্তোলন বন্ধ করা হয়েছে। কিছু লোকজন আছে যারা কৌশলে পাথর উত্তোলন বন্ধ রেখে তাদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। এই সমস্ত এজেন্ডা বাস্তবায়ন কারীদের প্রতিহত করে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের অনুমতি চায় স্থানীয় সকলেই। এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বী বলেন, এই এলাকার মানুষ যুগ যুগ ধরে পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করে আসছে। তারা সকলেই চায় সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করতে। সাধারণ মানুষের চাওয়াগুলোই আমাদের চাওয়া। এই বিষয়টি বিবেচনা করে জনসাধারণের স্বার্থে বর্তমান জেলা প্রশাসক ইতিমধ্যে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের অনুমতির জন্য চিঠি পাঠিয়েছেন। কাঙ্ক্ষিত অনুমতির জন্য সাধারণ মানুষের সাথে আমরাও আশাবাদী।