পঞ্চগড় জেলার দেবীগঞ্জ পৌরসভার মুন্সিপাড়ায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের ৯(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং–৬, তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৫।ভুক্তভোগী শিশুটি (ছদ্মনাম আসমানী, বয়স ৫) মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। অভিযোগে জানা যায়, একই গ্রামের সুকরিব রায়ের ছেলে শ্রী কনিক রায় (১৭) গত ১৪ সেপ্টেম্বর বিকেল পাঁচটার দিকে খেলনা ও চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে আমিনুরের হলুদক্ষেতে নিয়ে যায়।পরে শিশুটি শারীরিক ব্যথা অনুভব করে কান্নাকাটি করলে তার চাচা হাসান ঘটনাটি জানতে পারেন। পরিবারের সদস্যরা প্রথমে আত্মসম্মানের ভয়ে ঘরোয়া চিকিৎসা দিলেও অবস্থার অবনতি হলে ১৫ সেপ্টেম্বর তাকে দেবীগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন।দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা জানান, “ঘটনার পর ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলাটি রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত যেহেতু অপ্রাপ্তবয়স্ক, তাই শিশু আইন অনুযায়ী তাকে হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে । এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে।
<p>সম্পাদক ও প্রকাশক</p><p>আতাউর রহমান</p><p><br></p>
Copyright © 2025 আজকের কন্ঠ. All rights reserved.