গত ১৬ বছর বাংলাদেশের মানুষের জীবনে কোন স্বাধীনতা ছিলো না জামালপুরে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন
- আপডেট সময় : ০৩:৪৬:১১ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে
জামালপুর প্রতিনিধি
জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, স্বাধীন রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নাম ছিলো, কিন্তু গত ১৬ বছর বাংলাদেশের মানুষের জীবনে কোন স্বাধীনতা ছিলো না। একটি পার্লামেন্ট ছিলো, কিন্তু তার কোন কার্যকারিতা ছিলো না। কারণ পার্লামেন্টে যারা সদস্য ছিলো তারা কেউ জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসেনি। নির্বাচন কমিশন ছিলো, কিন্তু মানুষের ভোটাধিকার ছিলো না। আইন-আদালত ছিলো কিন্তু ন্যায়বিচার ছিলো না, বিচারপ্রার্থীর রাজনৈতিক পরিচয়ে বিচারের রায় নির্ধারিত হতো।
রবিবার সন্ধ্যায় জামালপুর পৌর শহরের ফুলবাড়িয়া পুরাতন ঈদগাহ মাঠে আয়োজিত জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে দিকনির্দেশনা মূলক যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, র্যাব ছিল, পুলিশ ছিল, মানুষের জীবনে কোন নিরাপত্তা ছিল না। একটি নতজানু পররাষ্ট্রনীতি ছিল, সেই আজ্ঞাবহ পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশের সুনাম বিদেশে ক্ষুণ্ণ হয়েছে। বিভিন্ন দেশের দ্বারে দ্বারে ঘুরে বেড়িয়েছে সেই ফ্যাসিবাদী সরকার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এবং তারেক রহমানের নেতৃত্বে একটি গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছিল, যে প্রেক্ষাপটের উপর ভর করে গত ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন হয়েছে এবং স্বৈরাচারের প্রধান শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে।
এসময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলী, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আবু আফসান মো: ইয়াহিয়া, জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজিব, সদস্য সচিব সোহেল রানা খান, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল মোমেন আকন্দ কাউসার, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ সিদ্দিকসহ অন্যান্যরা যৌথ সভায় বক্তব্য রাখেন।