মোছাঃ আছমা আক্তার আখি পঞ্চগড় জেলা প্রতিনিধি,
পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলার শালবাহান ৪নং ইউনিয়নের প্রমাণিক পাড়া গ্রামের নুরু আকন্দের ছেলে মো. আমিরুল ইসলাম (৪৫) নামের এক গরু ব্যবসায়ীকে সর্বস্ব লুট করে নেয় দুর্বৃত্তরা। প্রতি হাটের ন্যায়ে বৃহস্পতিবার (২৫সেপ্টেম্বর ) সকালে আনুমানিক ১০ ঘটিকায় আমিরুল ইসলাম ৮০ হাজার টাকা সঙ্গে নিয়ে পঞ্চগড়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু দুপুর গড়ালেও তার কোনো খোঁজ মেলেনি। পরে দুপুর আনুমানিক ১২,৩০ টায় সদর উপজেলার বিপি স্কুলের সামনে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. এস এম মাহবুব উল আলম জানান, আমিরুল ইসলামকে চেতনানাশক হাইডোস প্রয়োগ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, ২৫ সেপ্টেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে রোগীকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। আমরা তাৎক্ষণিক চিকিৎসা শুরু করি। তিন দিনের চিকিৎসা শেষে রোগী সুস্থ হয়ে ওঠায় আজ তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।”এ ঘটনায় খবর পেয়ে হাসপাতালে যান সদর থানার এসআই হাফিজুর রহমান। পাশাপাশি সেনাবাহিনীর লেফটেন্যান্ট ফরহাদ-উর-রশিদের নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, “পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে মলম পার্টির এই চক্রকে দ্রুত আইনের আওতায় আনা হবে। আমাদের অভিযান ও ছায়া তদন্ত অব্যাহত রয়েছে।”এদিকে স্থানীয়রা জানান, পঞ্চগড় এলাকায় মলম পার্টির কার্যক্রম দিন দিন বেড়ে চলেছে। সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা প্রশাসনের কাছে দ্রুত এসব অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
<p>সম্পাদক ও প্রকাশক</p><p>আতাউর রহমান</p><p><br></p>
Copyright © 2025 আজকের কন্ঠ. All rights reserved.