মহান বিজয় দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও দেবীগঞ্জ মুক্ত দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত:
- আপডেট সময় : ০৯:২১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ১২৬ বার পড়া হয়েছে
মহান বিজয় দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও দেবীগঞ্জ মুক্ত দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত: পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায়, মহান বিজয় দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস এবং দেবীগঞ্জে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছ ।
দেবীগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্টিত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা তুরাব হোসেন, দেবীগঞ্জ সেনা ক্যাম্প কমাণ্ডার ক্যাপ্টেন ইনজামামুল আমীন প্রীমন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) লুৎফুল কবির, উপজেলা কৃষিবিদ নাঈম মোর্শেদ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী দ্বয় বীর মুক্তিযোদ্ধা , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ ,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দেবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হরিশ রায়, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস এর উপজেলা প্রতিনিধি এবং অনলাইন পত্রিকা দৈনিক আজকের কণ্ঠ পত্রিকার সম্পাদক আতাউর রহমান ও উপস্থিত ছিলেন।
সভায় দিবসগুলো উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচির মধ্যে রয়েছে প্রভাতফেরি, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোকসজ্জা। বিশেষত নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়।