ডোমারে আরডিআরএস কর্তৃক আর্থিক সহায়তা পেলো ধর্ষিতা।
- আপডেট সময় : ১১:২৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে
নীলফামারীর ডোমারে ধর্ষিতাকে আর্থীক সহায়তার চেক প্রদান করলো আরডিআরএস। (মঙ্গলবার ২৫ নভেম্বর) দুপুরে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ধর্ষিতা ও তার ৩ মাসের বাচ্চাকে আরডিআরএস কর্তৃক আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম। এসময় উপস্থিত ছিলেন আরডিআরএস এর ট্যাকনিক্যল অফিসার মোঃ হুমায়ুন কবীর, কমিউনিটি মবিলাইজার মৌসুমি আফরিন। কোর কম্প্রিহ্যনসি প্রোগ্রামের আওতায় এবং ENCA এর আর্থীক ফান্ড থেকে পাঁচহাজার চারশো টাকার এই সহায়তা চেক প্রদান করা হয়। উল্লেখ্য উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানি বাকডোকরা এলাকার বাগডোকরা সরঃ প্রাথঃ বিদ্যাঃ ৪র্থ শ্রেনীর ছাত্রী গৌরী(ছদ্মনাম) কে গত ১৫ জানুয়ারি এলাকার মৃতঃ ছকমলের ছেলে গাঠি মৃতঃ দাতু’র ছেলে ভুচলু ও মৃতঃ মেনাজ উদ্দিনের ছেলে বছির উদ্দিন মেয়েটিকে একাধিক বার ধর্ষন করে। এরপর ধর্ষিতা গর্ভবতী হয়ে গত ৩০ আগষ্ট একটি ছেলে সন্তানের জন্ম দেয়। ঘটনার বিষয়ে গত ৩১ মে ডোমার থানায় ৩জনকে আসামী করে একটি মামলা দায়ের করে ধর্ষিতার পরিবার। মামলার ৪মাস পর গাঠি নামের এক আসামীকে লালমনির হাট থেকে গ্রেফতার করে ডোমার থানা পুলিশ। মামলার অন্য ২ আসামীকে ধরার চেষ্টা অব্যাহত আছে বলে জানান ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম।