নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ০১ টি আগ্নেয়াস্ত্র, ০১ টি কার্তুজ ও ০৪ টি রকেট ফ্লেয়ারসহ ০২ জন অস্ত্রব্যবসায়ী আটক
![](http://ajkerkantho.com/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় : ০৯:৫৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ৫১ বার পড়া হয়েছে
![](http://ajkerkantho.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ০১ টি আগ্নেয়াস্ত্র, ০১ টি কার্তুজ ও ০৪ টি রকেট ফ্লেয়ারসহ ০২ জন অস্ত্রব্যবসায়ী আটক
বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ তারিখ বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ নভেম্বর ২০২৪ তারিখ বুধবার অনুমানিক ২০০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন হাতিয়া কর্তৃক নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন তমরুদ্দি বাজার সংলগ্ন লোহার পুল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ০১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০১ টি কার্তুজ, ০৪ টি রকেট ফ্লেয়ার এবং ০৩ টি মোবাইলসহ কুক্ষ্যাত অস্ত্রব্যবসায়ী ওসমান গণি (৫৫) ও তার সহযোগী শাহেদ (৫২) কে আটক করা হয়।
তিনি আরও বলেন, আটককৃত ব্যবসায়ীদ্বয় কে জব্দকৃত সকল আলামতসহ হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।