ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে
- আপডেট সময় : ০২:২২:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ৯০ বার পড়া হয়েছে
মোঃ আশরাফুল ইসলাম বোদা উপজেলা প্রতিনিধি।
পঞ্চগড় জেলা প্রতিনিধি ।। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা পুড়িয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাগপা। বুধবার (৪-ডিসেম্বর) বিকেল পাঁচটায় জেলা শহরের প্রানকেন্দ্র শের ই বাংলা পার্ক চৌরঙ্গী মোড়ে এই কুশপুত্তলিকা জ্বালানো হয়। তার আগে জেলা জাগপা এর দলীয় কার্যালয় হতে ভারত বিরোধী শ্লোগান দিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চৌরঙ্গি মোরে এসে শেষ হয়। সেখানেই কুশপুত্তলিকা পুড়িয়ে দলটির নেতাকর্মীরা বক্তব্য প্রদান ও স্লোগান দেন। এ সময় দলটির নেতাকর্মীরা ভারতে বাংলাদেশের হাইকমিশনার এর কার্যালয় ভাংচুর ও প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা জ্বালানোর তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য পরিকল্পনাকারী মূল হোতা চিন্ময় কৃষ্ণ দাস। তার অনুসারীরা চট্টগ্রামে আদালত চত্বরে একজন আইনজীবীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভারতের উস্কানি দাতা শুভেন্দু অধিকারী তার নেতৃত্বে বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। ভারতে বাংলাদেশের হাইকমিশনারের কার্যালয়ে হামলা চালানো হয়েছে। বাংলাদেশ সিকিম, নেপাল, ভুটান এর মত নয়। এটি অনেক রক্তের ওপর দাঁড়িয়ে থাকা একটি স্বাধীন সার্বভৌম দেশ। জাগপা প্রতিষ্ঠাতা মরহুম শফিউল আলম প্রধান চল্লিশ বছর আগে ভারতের চক্রান্ত বুঝতে পেরেছিলেন। আজ দেশের সকল মানুষ সেই কথার প্রতিফলন দেখতেছে এবং জাগপার স্লোগান সকল রাজনৈতিক দলের স্লোগানে পরিনত হচ্ছে। এ সময় বক্তারা দিল্লি দখলের হুশিয়ারি দিয়ে ভারতকে সাবধান করেন। বক্তব্য শেষে আবারো বিক্ষোভ মিছিল করতে করতে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।