এইমাত্র প্রকাশিত
পীরগঞ্জের সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৫৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ১১৫ বার পড়া হয়েছে
পীরগঞ্জ প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মহেন্দ্র ট্রাক্টর ট্রলি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে হারুন অর রশিদ ও আব্দুল খালেক নামে ২ ভুট্টা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার চাপোর নামে স্থানে এ দূর্ঘটনা ঘটে।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, পীরগঞ্জ-বীরগঞ্জ পাকা সড়কে মোটর সাইকেল ও ট্রাক্টর ট্রলির সংঘর্ষের ঘটনায় মোটর সাইকেলে থাকা হারুন অর রশিদ ও আব্দুল খালেক গুরুতর আহত হয়। তাদের পীরগঞ্জ হাসপাতালে নেয়া হলে হারুন মারা যায়। আব্দুল খালেককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। হারুনঅর রশিদের বাড়ি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার মুকন্দপুর গ্রামে আর আব্দুল খালেকের বাড়ি ঐ একই উপজেলার ১৩ মাইল গড়েয়া এলাকায়। তারা ধান ও ভুট্টা ব্যবসায়ী বলে জানা গেছে। ঘাতক ট্রলিটি আটক করা সম্ভব হয়নি।