বরগুনায় সুপারি চুরিকে কেন্দ্র করে মারপিট আহত-৪
- আপডেট সময় : ০১:৩৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে
বরগুনা প্রতিনিধি:
বরগুনায় সুপারি চুরিকে কেন্দ্র করে জিজ্ঞাসা বাদে মারপিটে আহত হয়েছে নারী পুরুষ সহ চারজন। বুধবার সন্ধ্যা সাতটায় বরগুনার ,বেতাগী উপজেলার, ৭নং সরিষা মুড়ি ইউনিয়নের ,সরিষা মুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয়রা তাৎক্ষণিক বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করান। আহত ব্যক্তিরা হলেন লাল মিয়ার ছেলে মোতালেব, রফিক এর স্ত্রী শারমিন, রুস্তম এর স্ত্রী জাহানারা। অভিযুক্তরা হলেন তাজেমের ছেলে শাহাবুদ্দিন , মৃত্যু স্বপনের ছেলে মেহেদী, বাবু ওরফে জিহাদ , রশিদ চৌকিদারের মেয়ে হাঁসি , রনি , দুলাল , আহতদের পরিবার জানায় কিছুদিন পূর্বে মোতালেব এর বাগান থেকে সুপারি চুরি করে নিয়ে যায় অভিযুক্তরা। এই বিষয়টি নিয়ে এলাকায় গুঞ্জন শুরু হয়, একপর্যায়ে মোতালেব চুরি হওয়া সুপারি ফেরত চাইলে ফেরত না দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে , ও আহত সুমানার পরনের কাপড়চোপড় টানা হেচরা করে শ্লীলতাহানি ঘটায় ঘটায় , তার পরনের কানের দুল ,হাতের আংটি, মোবাইল ছিনাইয়া নেয়, অভিযুক্তরা। ভুক্তভোগী পরিবার ন্যায় বিচার প্রার্থনা করেন, তবে এ ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে রয়েছে। উক্ত বিষয় নিয়ে থানায় কোন অভিযোগ আসেনি আসলে আইনগত ব্যবস্থা নেবেন জানান বেতাগী থানার (ওসি তদন্ত) মোঃ ফারুক খান।