ডোমারে সাবেক রেলমন্ত্রী সুজনের এপিএস ১০০ বোতল ফেন্সিডিল সহ ২ জন আটক
- আপডেট সময় : ০১:৪২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
সাবেক রেলমন্ত্রী সুজনের এপিএস ১০০ বোতল ফেন্সিডিল সহ ২ জন আটক
এমদাদুল হক মাসুম,ডোমার প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের এপিএস ও দেবীগঞ্জ উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদকসহ দুইজনকে ১০০ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে ডোমার থানা পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) রাতে ডোমার উপজেলার পশ্চিম বোড়াগাড়ি বাকডোকরা এলাকা থেকে আটক হন তারা। আটককৃতরা হলেন, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক পৌর এলাকার মন্ময় নাথে’র ছেলে ও সাবেক রেলমন্ত্রী নুরল ইসলাম সুজনের এপিএস দীপঙ্কর রায় মিঠু (৩৫), ডোমার উপজেলার দক্ষিণ কেতকীবাড়ি পাঠানপাড়া এলাকার মৃত অলিয়ার রহমানের ছেলে মনছুর আলী(৪০)। ডোমার থানা অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওই এলাকায় মাদক কেনাবেচা চলছে। এই সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডোমার থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে এবং আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের নীলফামারী জেলা কারাগার পাঠানো হয়েছে ।