আজ, দেবীগঞ্জ মুক্ত দিবস।
- আপডেট সময় : ০৮:৪৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ ১০৪ বার পড়া হয়েছে
আতাউর রহমান দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি
১৯৭১ সালের ০৯ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধা এ.কে ভুঁইয়ার নেতৃত্বে হানাদার মুক্ত হয় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা। দেবীগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোম বার (০৯ ডিসেম্বর ) শহীদের স্মরণে শহীদ মিনারে সকাল ১০ ঘটিকায় পুষ্পর্পন অনুষ্ঠিত হয় । পুষ্পর্পন শেষে দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি ভূমি কর্মকর্তা ও এক্সিকিউ ম্যাজিস্ট্রেট মোঃ তুবার হোসেন, স্বাস্থ্য ও প,প কর্মকর্তা ডা,সুমন ধর ,উপজেলা কৃষিবিদ নাঈম মোর্শেদ ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, চেয়ারম্যানবৃন্দ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল বাশার বসুনিয়া সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন জামাতে ইসলামী পঞ্চগড়।
সুন্দরদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোয়েল রানা , যুদ্বকালীন কম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ.কে ভুঁইয়া, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আযম , বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের ওয়াসিস আলম, মুফতি মুসলিম মাহমুদ খতিব দেবীগঞ্জ উপজেলা মডেল মসজিদ প্রমুখ।
এছাড়া উপজেলার সকল জীবিত বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।