ঢাকা সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে ১২৬০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড*
- আপডেট সময় : ১০:৪৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
রবিবার ০৮ ডিসেম্বর ২০২৪ তারিখ বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবদি উপকূলীয় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড। গত ০১ নভেম্বর ২০২৪ তারিখ থেকে পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন ও পলিপ্রোপাইলিন ব্যাগের উৎপাদন, মজুদ, পরিবহন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ০৭ ডিসেম্বর ২০২৪ তারিখ শনিবার ২৩২০ ঘটিকা হতে আজ ০৩৪৫ ঘটিকা পর্যন্ত বিসিজি স্টেশন পাগলা কর্তৃক ঢাকা সদরঘাট সংলগ্ন এলাকায় ০২ টি বোট তল্লাশি করে ১২৬০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। নিষিদ্ধ পলিথিনের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি টিটু বড়ুয়া, পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ এর নিকট হস্তান্তর করা হয়।