দেবীগঞ্জ সোনাহার ইউনিয়নের বগুড়া টারি এলাকায় মহিলা গাজা ব্যবসায়ী আটক ।
- আপডেট সময় : ০৪:২৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ ১৩০ বার পড়া হয়েছে
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় আজ ১১ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ৬,৩০ ঘটিকা হইতে ৮,৪৫ ঘটিকা পর্যন্ত। গোপন সংবাদে ভিত্তিতে আজ ৬,৩০ ঘটিকায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মকবুল হোসেন দেবীগঞ্জ আর্মি ক্যাম্প এর নেতৃত্বে টহল দল কর্তৃক এবং পুলিশের টহল সহ যৌথভাবে টহল চলাকালীন সময়ে দেবীগঞ্জ সোনাহার ইউনিয়নের বগুড়া টারি এলাকায় মাদকদ্রব্য আছে সন্দেহে মোঃ আফতাব আলী বাড়িতে তল্লাশি করা হয়।
বাড়ি তল্লাশি চলাকালীন সময়ে তার টিন সেট ঘরের ভিতরে খাটের উপরে কম্বলের নিচে এবং একটি পাতিলে আনুমানিক ৩০০ গ্রাম গাজা, ২টি বাটন ফোন একটি স্মার্টফোন সহ আফতাব আলীর স্ত্রী মোছাঃ হাফিজা বেগম-৫১ এবং ছেলে মোঃ সুমন মিয়া ১৬ কে আটক করা হয়।
তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা জায় যে, আফতাব এর বাড়িতে গাজা ব্যবসায়ী গন গাঁজা দিয়ে যায়, এবং আফতাবের স্ত্রী সে নিজে গাজা পোটলা করে বাড়ি হতে অন্যান্য ব্যবসায়ীদের নিকট বিক্রি করে । অভিযান ও জিজ্ঞাসাবাদ শেষে জব্দকৃত গাজা এবং আটকৃতদের ও জব্দকৃত গাজা সহ দেবীগঞ্জ থানায় পরবর্তী কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়।
উল্লেখ্য যে বিগত ৩ মাস পূর্বে সেনাবাহিনী, পুলিশ এবং র্যাব যৌথবাহিনী আফতাব এর বাড়িতে যৌথ অভিযান চালিয়ে ছিলেন।আফতাব এর একটি দোতলা ফ্ল্যাট বাসা রয়েছে কিন্তু তার স্ত্রী টিনশেড বাড়িতে থেকে অবৈধ মাদকদ্রব্য ব্যবসা করে। ইতিপূর্বেও মোঃ আফতাব হোসেনকে পুলিশ গাজার মামলায় গ্রেফতার করে পঞ্চগড় জেল হাজতে প্রেরণ করা হয়েছেন বলে জানা যায়।