দেবীগঞ্জে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৪০:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ ৮৭ বার পড়া হয়েছে
মোঃ এনামুল হক, স্টাফ রিপোটার:
সারাদেশের ন্যায় পঞ্চগড়ের দেবীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।
শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্টিত শহীদ
বুদ্ধিজীবী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ তুবার হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন ধর, উপজেলা কৃষিবিদ কর্মকর্তা নাঈম মোর্শেদ, দেবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা, দেবীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আনারুল ইসলাম, সদস্য সচিব আশরাফুল আলম সোহেল, যুদ্বকালীন কম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ.কে ভুঁইয়াসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ এবং তাদের স্মরণে নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।