দেবীগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন
- আপডেট সময় : ০৮:৩৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।সোমবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তপধ্বনি শেষে দেবীগঞ্জ উপজেলার শহীদ মিনারে বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে পুষ্পস্তবক অর্পণ করেন ,উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, সহকারী ভূমি কর্মকর্তা ও এক্সিকিউট ম্যাজিস্ট্রেট মোঃ তুবার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নাইম মোরশেদ ,দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:সুমন ধর দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোয়েল রানা,আবুল বাশার বসুনিয়া সভাপ্রতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় ।দেবীগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এ কে ভূঁইয়া ,পৌরসভার, সরকারি বেসারকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীগণ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন পেশাজীবিরা শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে। পরে সকাল ১০ ঘটিকায় দেবীগঞ্জ পাবলিক ক্লাব মাঠে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । বক্তাগণ বিভিন্ন মুক্তিযোদ্ধা বিষয় আলোচনা তুলে ধরেন। অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সম্মাননা দেওয়া হয় এবং বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। শেষে অতিথিগণ বিজয় মেলার ৪০ টি স্টল ঘুরে দেখেন ।