এমদাদুল হক মাসুম, ডোমার প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ বেদীতে পুস্পাঞ্জলি অর্পণ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, চিত্রাঙ্গন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। রবিবার(১৬ ডিসেম্বর) ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভসুচনা করেন পুলিশ বাহিনীর একটি দল। সূর্যোদয়ের সাথে সাথে হৃদয়ে স্বাধীনতা বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম, বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার। পৌরসভার পক্ষে প্রশাসক এসিল্যান্ড জান্নাতুল ফেরদৌস হ্যাপি, স্বাস্থ্য বিভাগের পক্ষে স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. রায়হান বারী, থানা পুলিশের পক্ষে অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাঃ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপি সভাপতি আনিছুর রহমান আনু, সাঃ সম্পাদক মোজাফ্ফর আলীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংবাদিক সংগঠন, স্কুল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে শ্রদ্ধা জানানো হয়। পরে সকাল ১০টায় হৃদয়ে স্বাধীনতা চত্ত্বরে চিত্রাঙ্গন প্রতিযোগীতা ও দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
<p>সম্পাদক ও প্রকাশক</p><p>আতাউর রহমান</p><p><br></p>
Copyright © 2025 আজকের কন্ঠ. All rights reserved.