ঘোড়াঘাটে ৪৪ লক্ষ টাকার নিষিদ্ধ ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহ দুই জন কে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ ।
- আপডেট সময় : ০৭:০৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
আনভির বাপ্পি ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ৪৪ লাখ টাকা মূল্যর নেশা জাতীয় টাপেন্ডাডল ট্যাবলেট সহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
গতরাতে উপজেলার ঘোড়াঘাট কামদিয়া রোডে পুলিশ অভিযান চালিয়ে ট্যাবলেটসহ দুই জনকে আটক করা হয়। ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, সোর্স মাধ্যমে খবর আসে ঘোড়াঘাট উপজেলার কামদিয়া রোডে মাদকের বড় একটি চালান প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে ২২ হাজার পিচ মাদকদ্রব্য ট্যাবলেট ট্যাপেন্ডডল সহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়।আটককৃতরা হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আইভাঙ্গী গ্রামের আব্দুল মান্নানের ছেলে আবু হায়াত (৩৭) ও দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার মিতালি গুচ্ছগ্রামের সেকেন্দার আলীর ছেলে আঁখিনূর মিয়া (৩৬)। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজকে তাদেরদিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।