সদরপুরে চলছে অবৈধ ড্রেজার ও ভ্যেকু
- আপডেট সময় : ০৯:১২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে
ফরিদপুর প্রতিনিধি।
ফরিদপুরের সদরপুরে থামছে না অবৈধ ভ্যেকু দিয়ে মাটি কাটা ও ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন। প্রভাবশালীরা উপজেলার বিভিন্ন নদ-নদী, খাল-বিল, পদ্মার চর ও পুকুর-নালা থেকে প্রতিনিয়ত মাটি কাটছে ও বালু উত্তলন করে চলছে। ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন অবৈধ হলেও নির্ভয়ে বিরতিহীন ভাবে বালু ব্যবসায়ীরা চালিয়ে যাচ্ছে তাদের কর্মযজ্ঞ। এছাড়াও বিভিন্ন চরে অবৈধ ভাবে ভ্যেকু দিয়ে কেটে যাচ্ছে মাটি।
এভাবে বালু উত্তোলন ও মাটি কাটা চলতে থাকলে নদীর তীর ও কৃষি জমি চরম ভাবে ক্ষতিগ্রস্থ হবে বলে আশঙ্কা করছে সচেতন মহল। তারা আরো বলছেন, ড্রেজার ও ভ্যেকুর মালিকরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ কিছু বলে না। প্রশাসনও অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে উল্লেখযোগ্য কোন পদক্ষেপ নিচ্ছে না। সবার চোখের সামনে ড্রেজার দিয়ে বালু উত্তোলন চলছে, ভ্যেকু দিয়ে মাটি কাটছে এবং সে মাটি ইট ভাটায় বিক্রি করছে। প্রশাসন দ্রুত মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধ না করলে পরিবেশ ও জীববৈচিত্র্যের উপর ক্ষতিকর প্রভাব পড়বে।