ঘোড়াঘাটে শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন
- আপডেট সময় : ০৯:২৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ৫১ বার পড়া হয়েছে
আনভিল বাপ্পি ঘোড়াঘাট ( দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুস্থ শীতার্থ দের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
আজ শনিবার ঘোড়াঘাট পৌর বিএনপির আয়োজনে, জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ৭২০ জন অসহায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ- সভাপতি মো. আতিকুর রহমান রাজা, সাবেক সাংগঠনিক সম্পাদক মকবুলার রহমান গোর্কি, জেলা ছাত্রদলের সভাপতি মো. রেজাউর রহমান রেজা প্রমূখ।
এ সময় পৌর বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।