এইমাত্র প্রকাশিত
বিচারপতি মোঃ সগির হোসেনকে বরগুনা জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৫৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ ১০১ বার পড়া হয়েছে
সোহরাব বরগুনা প্রতিনিধি:
বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব মোঃ সগির হোসেন আজ বরগুনা জেলায় শুভাগমন করেছেন। তার এই সফরকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
বরগুনা পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল বরগুনা সার্কিট হাউসে বিচারপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি বিচারপতিকে বরগুনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাম্প্রতিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এ সময় জেলা পুলিশের অন্যান্য উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিচারপতি মোঃ সগির হোসেন বরগুনায় বিভিন্ন বিচার প্রশাসনিক কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি স্থানীয় আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানানো হয়েছে। এ সফর বরগুনার বিচার ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।