ঘোড়াঘাটে বড়দিন উপলক্ষে খৃষ্ট-ধর্মালম্বীদের সাথে ডা. জাহিদ হোসেনের মতবিনিময় সভা

- আপডেট সময় : ১০:৫৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ ১৭২ বার পড়া হয়েছে

আনভিল বাপ্পি ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দিনাজপুরের ঘোড়াঘাটে বড়দের উপলক্ষে উপজেলার সকল খ্রীস্ট ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা, আর্থিক সহায়তা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১২ দিকে উপজেলা পরিষদ রুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ,জেড,এম জাহিদ হোসেন ৭৬ টি চার্চের সভাপতি- সম্পাদকের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মোঃ শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,জেলা বিএনপির সহ সভাপতি মো. আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন প্রমূখ।