ডোমারে উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা ও শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ১১:২১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ৮১ বার পড়া হয়েছে
এমদাদুল হক মাসুম, ডোমার প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা ও শীতার্তদের মাঝে ২ হাজার শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার(২৬ডিসেম্বর)সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধিদের সহযোগিতায় উপজেলা পরিষদ মাঠে দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম, অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, একাডেমিক সুপারভাইজার শাফিউল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি আনিসুল হক আনু, সাঃ সঃ মোজাফফর আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির সংগঠক আবু সাঈদ লিয়ন, সহ-সমন্বয়ক সাম সজীব, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি মাহির মোহাম্মদ মিলন, মোহাম্মদ শরীফ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার। কিন্তু সচিবালয়ে আগুন লাগার ঘটনা শুনে তাত্ক্ষণিক হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে নীলফামারী ত্যাগ করেন।