সোহরাব বরগুনা প্রতিনিধি:
তারুণ্য উৎসব ২০২৫ "এস বদলাই, পৃথিবী বদলাই" স্লোগানে আজ জেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হলো। উচ্ছ্বাস, সৃজনশীলতা ও প্রগতিশীলতার এক মিলনমেলায় মুখরিত ছিল পুরো আয়োজন।
উৎসবের সূচনা হয় প্রতীকী বেলুন এবং সাদা কবুতর উড়ানোর মাধ্যমে। বেলুন এবং কবুতর উড়ানোর মুহূর্তটি ছিল শান্তি, ঐক্য এবং পরিবর্তনের প্রতীক।" পরে বর্ণাঢ্য রেলির শুরু হয়, যেখানে অংশগ্রহণ করেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা ও সামাজিক সংগঠনের সদস্য এবং শিক্ষার্থীরা। রেলিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক অনন্য উদ্দীপনা সৃষ্টি করে। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শফিউল আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল। এছাড়াও, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা, শিক্ষক ও শিক্ষার্থীরা এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা এই সভায় অংশগ্রহণ করেন।সভায় বক্তারা তারুণ্যের ভূমিকা, প্রযুক্তি এবং সমাজ পরিবর্তনে তাদের অবদানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, "তারুণ্যের শক্তি আমাদের সমাজ পরিবর্তনের প্রধান হাতিয়ার। আমরা চাই তারা সঠিক দিকনির্দেশনার মাধ্যমে সমাজ গঠনে ভূমিকা রাখুক।"আলোচনা সভার পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ছিল এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা, যেখানে উঠে এসেছে দেশের ঐতিহ্য ও আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন।উৎসবটি তারুণ্যের শক্তি, সৃজনশীলতা এবং সামাজিক উন্নয়নের এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে। জেলা প্রশাসনের এই উদ্যোগ আগামী দিনে তরুণদের মধ্যে ইতিবাচক পরিবর্তনের বার্তা পৌঁছে দেবে।
এই উৎসবের মাধ্যমে "এস বদলাই, পৃথিবী বদলাই" স্লোগান আরও একবার আমাদের মনে করিয়ে দিল যে তারুণ্যই পারে পৃথিবী বদলাতে।
<p>সম্পাদক ও প্রকাশক</p><p>আতাউর রহমান</p><p><br></p>
Copyright © 2025 আজকের কন্ঠ. All rights reserved.