দেবীগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে একদিনের ফ্রি চিকিৎসা সেবা ।
- আপডেট সময় : ০৮:৪৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ ৮১ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সেবা পক্ষ পালন ২০২৫ উপলক্ষে একদিনের ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।ক্যাম্পটি স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করেছে। আজ শনিবার ৪জানুয়ারী২০২৫ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই ক্যাম্পে ৪০০ জনেরও বেশি মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। ক্যাম্পে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের বিনামূল্যে ডায়াবেটিকস পরীক্ষা ও ব্লাড গ্রুপিং করা হয়। শ্রমিক কল্যাণ ফেডারেশনের পঞ্চগড় জেলা শাখার সভাপতি মোঃ আবুল বাশার বসুনিয়া বলেন, “আমাদের মূল উদ্দেশ্য হলো সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। ভবিষ্যতেও এমন সেবা কার্যক্রম চলমান থাকবে।
উক্ত ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে আগত হাড় জোর বিশেষজ্ঞ ডাঃ হাফিজুল ইসলাম, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল হতে আগত শিশু বিশেষজ্ঞ ও কনসাল্টেন্ট ডাঃ আবু সায়েম, প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আগত মহিলা রোগ চিকিৎসক ডাঃ শিখা মনি, একই মেডিকেল কলেজ থেকে মেডিসিন চিকিৎসক ডাঃ রুহুল আমিন, সহ আরো স্থানিয় চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। প্যাথলজিক্যাল পরীক্ষার জন্য প্রাইমমেডিকেল কলেজ থেকে আগত মেডিকেল টেকনোলজিস্ট দীপক চন্দ্র রায় সহ অনেকে উপস্থিত ছিলেন। দেবীগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের একদিনের ফ্রি চিকিৎসা সেবা পরিদর্শন করেন ডা: সুমন ধর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা । তিনি বলেন এমন উদ্যোগ চলমান থাকলে চিকিৎসা সেবা জনগণের মাঝে পৌছানো সম্ভব। স্থানীয় বাসিন্দা, সুশীল সমাজ, সচেতন মহল ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এমন আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং এমন উদ্যোগ আরও বারবার নেওয়ার আহ্বান জানান।