বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত: বরগুনা জেলা পুলিশের আবেগঘন মুহূর্ত
- আপডেট সময় : ০২:৫৮:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে
সোহরাব বরগুনা প্রতিনিধি:
বরগুনা জেলা পুলিশের সম্মেলন কক্ষে অদ্য ০৫ জানুয়ারি, ২০২৫ খ্রিঃ তারিখে মাসিক অপরাধ সভা শেষে সদ্য বদলি হওয়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মোজাম্মেল হোসেন এবং সহকারী পুলিশ সুপার (আমতলী সার্কেল) মোঃ রুহুল আমিন-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার, বরগুনা, জনাব মোঃ ইব্রাহিম খলিল। তিনি বিদায়ী কর্মকর্তাদের অবদানের কথা তুলে ধরে তাদের নতুন কর্মস্থলে সফলতার জন্য শুভকামনা জানান।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জহুরুল ইসলাম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল হালিম, এবং জেলার সকল ইউনিট ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
বিদায়ী কর্মকর্তারা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বরগুনা জেলায় কাজ করার অভিজ্ঞতা এবং সহকর্মীদের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বরগুনা জেলা পুলিশের কর্মকর্তাগণ বিদায়ী অতিথিদের নতুন কর্মস্থল ও জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনা জানিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করেন।