ঢাকা ১১:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
সাংগঠনিক সভায় ফরহাদ হোসেন আজাদ: “দলের শৃঙ্খলা ভঙ্গকারীদের দলে রাখা হবে না” পঞ্চগড়ে সার্বজনীন পেনশন মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান, বরগুনায় ভয়ংকর অভিযোগে উত্তাল কাজিরাবাদ ইউনিয়ন বিএনপি: নেতার স্কুল পড়ুয়া কন্যাকে অপহরণের অভিযোগ নির্বাচনের পূর্বে গণহত্যাকারী শেখ হাসিনার বিচার করতে হবে -রাশেদ প্রধান,  পঞ্চগড়ে ফের সীমান্তে পুশইন ভারতীয় নাগরিকসহ আটক ১৬ জন, ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নাবিল পরিবহনের  ৫ যাত্রী নিহত  দেবীগঞ্জে সুপারি বাগান থেকে গলাকাটা লাশ উদ্ধার, চাঞ্চল্য পুরো এলাকায়  দেবীগঞ্জে সহিংসতার হুমকি: আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার বিশ্বপরিবেশ দিবস পীরগঞ্জে র‌্যালী ও গাছের চারা বিতরণ আজ বোদা উপজেলা বাংলাদেশ ভেটেরেনারি কাউন্সিল আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে হয়

বরগুনার বেতাগীতে বিএনপি নেতার ছেলের বসতবাড়িতে আগুন: পূর্ব শত্রুতার জেরে রাজনীতির প্রতিশোধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ ১৬৭ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি:


স্থানীয়রা জানান, গভীর রাতে আগুন লাগানোর ফলে আকন পরিবারের বাড়ির বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত না হলেও বাড়ির বসত ঘরের মালামালের প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি ক্ষতি হয়েছে। এরপরও দুষ্কৃতিকারীরা ক্ষান্ত হয়নি সিদ্দিকুর রহমানের ভাই সাদেকুর রহমানের বসতঘরে আগুন দেয়ার চেষ্টা করে । স্থানীয় লোকজনের টের পেয়ে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিদ্দিকুর রহমান আকন দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আসছিলেন। আওয়ামী লীগের প্রভাবশালী একটি পক্ষ তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছিল বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি জুলাই-আগস্ট মাসে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের পরও প্রতিপক্ষরা তাকে ঘায়েল করার জন্য এ ধরণের ঘটনার আশ্রয় নিয়েছে বলে এলাকাবাসীর দাবি।ভুক্তভোগী সিদ্দিকুর রহমান আকন বলেন, “আমি দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার। প্রতিপক্ষরা আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করেছে। এবার তারা চূড়ান্তভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করতে আমার বাড়িতে আগুন দিয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

ঘটনার পরপরই স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা জানান, এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয় সচেতন মহল বলছেন, রাজনীতির নামে এই ধরনের সহিংসতা সমাজে অশান্তি সৃষ্টি করছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এমন ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনা। দেশ ও সমাজের স্থিতিশীলতা বজায় রাখতে সকলেরই এ ধরণের কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত। এ ব্যাপারে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনিরুজ্জামান বলেন বিষয়টি শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে থানায় এখনো কোনো অভিযোগ আসেনি ,আসলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বরগুনার বেতাগীতে বিএনপি নেতার ছেলের বসতবাড়িতে আগুন: পূর্ব শত্রুতার জেরে রাজনীতির প্রতিশোধ

আপডেট সময় : ০৯:৩৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

বরগুনা প্রতিনিধি:


স্থানীয়রা জানান, গভীর রাতে আগুন লাগানোর ফলে আকন পরিবারের বাড়ির বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত না হলেও বাড়ির বসত ঘরের মালামালের প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি ক্ষতি হয়েছে। এরপরও দুষ্কৃতিকারীরা ক্ষান্ত হয়নি সিদ্দিকুর রহমানের ভাই সাদেকুর রহমানের বসতঘরে আগুন দেয়ার চেষ্টা করে । স্থানীয় লোকজনের টের পেয়ে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিদ্দিকুর রহমান আকন দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আসছিলেন। আওয়ামী লীগের প্রভাবশালী একটি পক্ষ তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছিল বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি জুলাই-আগস্ট মাসে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের পরও প্রতিপক্ষরা তাকে ঘায়েল করার জন্য এ ধরণের ঘটনার আশ্রয় নিয়েছে বলে এলাকাবাসীর দাবি।ভুক্তভোগী সিদ্দিকুর রহমান আকন বলেন, “আমি দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার। প্রতিপক্ষরা আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করেছে। এবার তারা চূড়ান্তভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করতে আমার বাড়িতে আগুন দিয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

ঘটনার পরপরই স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা জানান, এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয় সচেতন মহল বলছেন, রাজনীতির নামে এই ধরনের সহিংসতা সমাজে অশান্তি সৃষ্টি করছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এমন ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনা। দেশ ও সমাজের স্থিতিশীলতা বজায় রাখতে সকলেরই এ ধরণের কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত। এ ব্যাপারে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনিরুজ্জামান বলেন বিষয়টি শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে থানায় এখনো কোনো অভিযোগ আসেনি ,আসলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।