বরগুনার বদরখালীতে লিটন মোল্লার বাগান কেটে নষ্ট করলো প্রতিপক্ষ

- আপডেট সময় : ০৮:০৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫ ৭২ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি:
বরগুনা সদর উপজেলার ১নং বদরখালী ইউনিয়নের চালিতাতলা গ্রামে লিটন মোল্লার কলাগাছ ও ফলের বাগান কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে একই এলাকার মৃত জয়নুল আবেদীনের ছেলে খলিলুর রহমানের বিরুদ্ধে। ভুক্তভোগী লিটন মোল্লা মৃত্যু ইসাহাক মোল্লার ছেলে, জানান যে গভীর রাতে এই ধ্বংসাত্মক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, লিটনের সাথে খলিলদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, এই বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে বাগানটি কেটে নষ্ট করা হয়েছে।
লিটন মিয়া বলেন, “আমার জীবিকার একমাত্র অবলম্বন ছিল এই বাগান। প্রতিপক্ষের এমন অমানবিক কাজ আমাকে পথে বসিয়ে দিয়েছে।”
স্থানীয়রা জানান, এ ঘটনা এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনকে অবগত করা হয়েছে এবং একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
এলাকার সাধারণ জনগণ এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছে। একইসঙ্গে তারা আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেওয়ান জগলুল হাসান বলেন এ বিষয়ে থানায় অভিযোগ হয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।