সীমান্ত সুরক্ষায় সকলের সকলের সহযোগিতা চাইলেন ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল গোলাম রব্বানী

- আপডেট সময় : ০৩:০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি
বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ সীমান্ত হত্যা বন্ধে সীমান্ত এলাকার মানুষজনের সহায়তা চেয়ে ভালোর পথে আসার আহ্বান জানিয়েছে বিজিবি’র ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী। একই সাথে সীমান্তে না যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন সীমান্ত সুরক্ষা যেমন বিজিবি’র দায়িত্ব, তেমনি এটা সকলের দায়িত্ব। বিজিবি’র ঠাকুরগাঁও সেক্টরের আয়োজনে সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের তোড়িয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সীমান্ত এলাকার মানুষদের সাথে জনসচেতনতামুলক সভায় এ কথা বলেন তিনি। এসময় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক জামাল উদ্দিনের সঞ্চালনায় ব্যাটালিয়নে অধিনায়ক লে কর্নেল মনিরুল ইসলাম, তোড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহ, তোড়িয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সীমান্ত এলাকার দুস্থ শীতার্ত মানুষের মাঝে উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হয়। আবু সালেহ মো রায়হান পঞ্চগড় ১৩/০১/২০২৫ ০১৭১৯৪৬১১৫১