সোহরাব বরগুনা প্রতিনিধি:
বরগুনার বদরখালী ইউনিয়ন পরিষদে সিভিক ফোরামের গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশেন এর আয়োজনে ’’স্ট্রেনদেনিং ক্লাইমেট গভার্নেস উইথ গ্রাসরুটস পার্টিসিপেশন ইন বাংলাদেশ” -(SCGGP) প্রকল্পটির সিভিক ফোরাম গঠন সভা মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫ ইং বরগুনা সদর উপজেলার, বদরখালী ইউনিয়ন পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পটি ওয়াল্ড রিসোর্স ইনসটিটিউট এর অর্থায়নে ও জাতীয় উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশেন বাস্তবায়ন করছে।
সভায় সভাপতিত্ব করেন বদরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ফিরোজ খন্দকার। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত হোসেন কনু, মাই টিভির বরগুনা জেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম স্বপন, চ্যানেল এস টিভির বরগুনা জেলা প্রতিনিধি মোঃ সোহরাব হোসেন, বার্তা বাজারের বরগুনা জেলা প্রতিনিধি মোঃ মেহেদী হাসান, বিশিষ্ট শিক্ষাবিদ বাবু বিপুল মাস্টার, ইউনিয়ন সচিব জালাল আহমেদ এবং সমাজসেবক কবির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা পরিচারনা করেন প্রকল্প কর্মকর্তা মো: মাজহারুল ইসলাম ও কমিউনিটি মবিলাইজেশন অফিসার মোঃ মাহবুব আলম।
সভায় বক্তারা সিভিক ফোরামের গুরুত্ব ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তারা বলেন, এ ফোরামের মাধ্যমে স্থানীয় নাগরিকদের উন্নয়নমূলক কাজ এবং সামাজিক সমস্যা সমাধানে একযোগে কাজ করা হবে।
এই সভা সবার মধ্যে সুশাসন, সহযোগিতা এবং উন্নয়নের ধারা আরও জোরদার করবে বলে আশা ব্যক্ত করা হয়।
<p>সম্পাদক ও প্রকাশক</p><p>আতাউর রহমান</p><p><br></p>
Copyright © 2025 আজকের কন্ঠ. All rights reserved.