বেতাগী উপজেলায় নবনির্বাচিত কৃষকদল নেতাদের ফুলেল শুভেচ্ছা

- আপডেট সময় : ০৬:১৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে

সোহরাব বরগুনা প্রতিনিধি:
বেতাগী উপজেলার বুড়া মজুমদার ইউনিয়নের কৃষক দলের নবনির্বাচিত সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক ছগির মৃধার পক্ষ থেকে উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির মল্লিককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি ২৫) রাত আটটায় বেতাগী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। এ সময় কৃষকদলের নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গোলাম সরোয়ার রিয়াদ খান, পৌর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন পারভেজ আসাদ এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রাশেদ খান।
নবনির্বাচিত কৃষকদলের নেতারা তাদের বক্তব্যে দলীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং কৃষকদের উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেতাগী উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির মল্লিক। তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে তাদের সফলতা কামনা করেন এবং দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
এ ধরনের শুভেচ্ছা বিনিময় দলীয় ঐক্য ও সহমর্মিতা বৃদ্ধি করে এবং ভবিষ্যতে দলকে আরও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন উপস্থিত নেতারা।