সাঘাটায় বিভিন্ন সড়ক উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন

- আপডেট সময় : ০৬:০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩ ৪০ বার পড়া হয়েছে

মোস্তাকিম রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলায় গ্রামীণ অবকাঠামো প্রকল্পের আওতায় হলদিয়া ইউনিয়ন পরিষদ হতে নলছিয়া পযর্ন্ত ৫৬ লক্ষ টাকা ব্যায়ে সড়ক উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপনের উদ্বোধন করেন- গাইবান্ধা -০৫ আসনের সংসদ সদস্য ও সাবেক ছাত্র লীগ সভাপতি মাহমুদ হাসান রিপন এমপি।
রবিবার (৩০ জুলাই)দুপুরে উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
সড়ক উন্নয়নমূলক কাজের উদ্বোধন শেষে হলদিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবুল কালাম রঞ্জুর আয়োজনে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম- এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা -০৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক।
এছাড়াও আরও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মন, উপজেলা নির্বাহী প্রকৌশলী নয়ন কুমার রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, সাঘাটা উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সামশীল আরেফিুন টিঠুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন প্রমূখ।
শেষে সংশ্লিষ্ট ইউনিয়নের চরাঞ্চলের হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।