মোহনপুরে নজরুল আড্ডা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০১:০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩ ২৭ বার পড়া হয়েছে

নুর কুতুবুল আলম, বাগমারা উপজেলা (রাজশাহী) প্রতিনিধি:
“আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেবনা ভুলিতে। ” এই প্রতিপাদ্যে রাজশাহীর মোহনপুরে প্রেম, দ্রোহ, সাম্য ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪৭ তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে নজরুল আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
১২ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ রোজ রবিবার বিকেল সাড়ে চার ঘটিকায় শতফুল সংগীত বিদ্যালয়ের আয়োজনে- শতফুল বাংলাদেশ প্রধান কার্যালয় অডিটরিয়াম জাহানাবাদে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এনজিও শতফুল বাংলাদেশ এর নির্বাহী পরিচালক নাজিম উদ্দীন মোল্লার সভাপতিত্বে সভায় আলোচনায় অংশ গ্রহণ করেন পানিয়াল আদর্শ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও কবি আমজাদ হোসেন, কবি দৌলুতজ্জামান, রাজশাহী শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও নাট্যজন ব্যক্তিত্ব দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জী প্রমুখ।
শতফুল সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও গুণিজনরা নজরুল সংগীত ও কবিতা আবৃত্তির মাধ্যমে ক্ষণজন্মা এই কবিকে স্মরণ করেন।