এআইপি মেহেদী আহসান উল্লাহ চৌধুরীর পিতার জানাযায় শোকার্ত মানুষের ঢল

- আপডেট সময় : ০২:৪৩:১৪ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩ ৪৩ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার ২২ নং সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী গ্রামের বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক ও কৃষিতে এআইপি সন্মাননা পাওয়া মেহেদী আহসান উল্লাহ চৌধুরীর পিতা বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়াব্যক্তিত্ব, শিক্ষানুরাগী মোঃ হামির উদ্দিন সরকার শনিবার (০২ সেপ্টেম্বর) সকালে ঢাকার শ্যামলী স্পেশালাইজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। মরহুম হামির উদ্দিন সরকারের জানাযার নামাজ রোববার (০৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় চামেশ্বরী গ্রামের নিমুহা পুকুর গোরস্থান মাঠে অনুষ্ঠিত হয় এবং জানাযা শেষে দাফনকাজ সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। হামির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক জানিছেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো: তৈমুর রহমান, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও রাজাগাও ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার, ২২ নং সেনুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।